a
Sorry, no posts matched your criteria.
Image Alt
 • গ্রুমিং  • ২০২০ সালের সবচেয়ে বড় স্নিকার ট্রেন্ড

২০২০ সালের সবচেয়ে বড় স্নিকার ট্রেন্ড

স্নিকার এমন কিছু যেটা আসলে সবসময়ই আপনি ফুটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার জন্য পারফেক্ট স্নিকার বেছে নেওয়া সহজ কাজ নয়। সেজন্য আপনাকে কোয়ালিটি, কালার, ব্র্যান্ড এসবের দিকে নজর রাখতে হবে। আপনাকে দেখতে হবে কোন জুতা আপনার পায়ের সঙ্গে বেশি মানিয়ে যাবে। এখানে কিছু ট্রেন্ড বলা হলো যেগুলো এই বছর বেশ চলছে।

হাই ফ্যাশন হুকআপ

২০১৯ সালে নাইকির সাচাই এক্স এলডি ওয়াফল ছিল বছরের সবচেয়ে বড় রিলিজগুলোর একটি। একই সঙ্গে এয়ার ডিওর স্নিকার, সঙ্গে অ্যাডিডাস এবং প্রাডা তো আছেই। এগুলো এই বছরও বেশ ভালো চলছে।

মোর গোর

এই ওয়াটারপ্রুফ সিনার ডিজাইনের দিক দিয়ে বেশ অভিনব, আবার ক্লাসিক একটা ফিল আছে। অ্যাডিডাস স্ট্যান স্মিথ ও সুপারস্টার, কনভার্স চাক টেলর, নাইকি এয়ার ফোর্স ওয়ান এবং দ্য ভ্যান্স এসকেএইট হচ্ছে এরকম কিছু উদাহরণ। এখন অনেকেই গোর টেক্সের দিকে বেশি করে ঝুঁকছে।

টেক্সচারড ট্রেনার

টেক্সচারড ট্রেনার ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এটা কবে থেকে শুরু হয়েছে সেটা বলা কঠিন, তবে এটা বলা যায় ২০১৮ সালের দিকে শন উদারস্পুনের এয়ার ম্যাক্স ১/৯৭ বাজারে আসার পর এটা বেশি জনপ্রিয় হয়েছে। এরপর থেকে টেক্সচার ও ট্রেনার নিয়ে বেশ কাড়াকাড়িই পড়ে গেছে।

মিনিমালিজম ইন হোয়াইট

মিনিমালিজম এমন একটা জিনিস যেটা অনেক কিছুর সাথেই খুব ভালো যায়, তাহলে স্নিকারের সাথে কেন নয়? আর সাদা রঙটা যেভাবে চলছে, তাতে মনে হচ্ছে এটার ট্রেন্ড আরও বেশ কিছুদিন থাকবে।

বাউন্ডারি পুশিং টেক

ফুটওয়্যার ডিজাইনে স্পোর্টের কথা ভাবলে টেকনোলজির একটা অবদান আছে। পারফরম্যান্স রানিং শ্যু সেজন্য বেশ চলছে। গত কয়েক বছরে এইসব জায়গায় থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে ইন্ট্রিকেট সোল ইউনিটের ব্যবহারও বেশ বাড়ছে।

মেশ অ্যান্ড মেটালিক
আপনার হাই স্কুলের টিচার যেরকম মেশ অ্যান্ড মেটালিক সিলভার ট্রেনার পরত সেটা মনে আছে? এটা হয়তো বাবাদের আমলে ফ্যাশন হতে পারে, তবে ইদানীং এটার কিছু ইনোভেশনের পর নতুন করে চল শুরু হয়েছে। এজন্য এটাকে বলা হচ্ছে ড্যাড শ্যুজ ২.০। নিউ ব্যালান্স, সাউসনি, অ্যাসিক্সের মাধ্যমে এই চলটা আবার ফিরে এসেছে।

ফিরে এসেছে রেট্রো

নিউ ব্যালান্স ৯৯০ সিল্যুয়েট থ্রোব্যাক স্নিকারের মাধ্যমে আবার ফিরে এসেছে। এই স্নিকার প্রথম বেরিয়েছিল ১৯৮২ সালে। আর রিবক ক্লাব সি প্রথম বের হয় ১৯৮৫ সালে। এই বছর রেট্রো ডিজাইন হিসেবে দুইটি স্নিকার আবার চালু হয়েছে। আবার ২০০০ সালের দিকে নাইকি শক্সও কেউ কেউ পরা শুরু করেছে।

POST A COMMENT