
ছেলেদের ত্বকের জন্য কি আলাদা যত্নের প্রয়োজন?
ছেলেদের ত্বক মেয়েদের চেয়ে বেশ কিছু দিক দিয়েই আলাদা। ড. অ্যালেন মারমারের মতে, ছেলেরা যে মেয়েদের পণ্য ব্যবহার করতে পারে না এমন নয়, তবে ছেলেদের নিজেদের ওপর ফোকাস করা পণ্যই ব্যবহার করা উচিত। এখানে আপনি একটু ধারণা পাবেন কীভাবে ছেলেদের ত্বক মেয়েদের চেয়ে আলাদা এবং কীভাবে ছেলেদের ত্বকের জন্য আলাদা পণ্য কাজে দিতে পারে।
ছেলেদের ত্বক সাধারণত গড়ে মেয়েদের ত্বকের চেয়ে ২৫ শতাংশ পুরু হয়। ছেলেদের চামড়ার বাইরের দিকটা বেশি পুরু হয়, সেজন্য তাদের ত্বক বেশি রুক্ষ আর শক্ত হয়। সেজন্য মেয়েদের ত্বকের যত্নে যেসব পণ্য ব্যবহার করা হয়, সেগুলো ছেলেদের ত্বক ভালোমতো শুষে নিতে পারে না। আবার রেগুলার শেভ করা হয় বলে ছেলেদের ত্বকে রেজর বার্ন আর বাম্প বেশি হয়, আবার ফাটেও বেশি। সেজন্য ছেলেদের ত্বকের যত্নে এরকম ফেস ওয়াশ ব্যবহার করা উচিত, যেটা করলে পিএইচের লেভেলও কমবে না, ত্বকও আর্দ্র থাকবে। ত্বককে সতেজ রাখতেও তা সাহায্য করে, ত্বকে কোনো ময়লা জমাট বাঁধতে দেয় না, সেজন্য চুলকানিও কম হয়।
ছেলেদের টেস্টোটেরন হরমোনটা বেশি বের হয়, সেজন্য তাদের সেবাম উৎপাদনের হারও বেশি। সেবাম যদিও বয়সরোধী এজেন্ট হিসেবে কাজ করে, কিন্তু এটা থেকে ত্বকে ময়লা জমে, ত্বক ফাটে ও কালো দাগ হয়। সেজন্য ছেলেদের ত্বকের যত্নে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত যেটাতে লো ক্রিম আর অয়েল থাকে (যেহেতু ছেলেদের এমনিতেই অনেক বেশি সেবাম উৎপন্ন হয়)। এই ময়েশ্চারাইজার চামড়ার ভেতরে ঢুকে যেতে পারে এবং শেভ করার পর ফুরফুরে একটা অনুভূতি দেয়।
ছেলেদের ত্বকে কোলাজেনের হারও মেয়েদের তুলনায় বেশি। কোলাজেন বয়স হওয়াটা ঠেকায় এবং সেজন্য ত্বকে ভাজ কম হয়। তবে তার মানে এটা না, একটা নির্দিষ্ট বয়সের পর আপনাকে এন্টি-এজিং পণ্য ব্যবহার করতে হবে না। শুধু খেয়াল রাখতে হবে, তাতে যেন কোলাজেন থাকে।
ছেলেদের ত্বকে অ্যাকনে বা ব্রন হওয়ার প্রবণতাও থাকে। মেয়েদের ক্রিম ও ক্লিনজারে হালকা উপাদান আছে যেটা ছেলেদের ত্বক ঠিকমতো পরিষ্কার করতে পারে না। ছেলেদের জন্য দরকার আরও ডিপ ক্লিনজিং। প্রতি সপ্তাহে একবার এক্সফোলিয়েট করতে পারলে সেটা অনেক বেশি কাজে দেয়।
মেয়েদের বা জেনেরিক পণ্য ব্যবহার করার চেয়ে এগুলো ব্যবহার করলে ত্বকের জন্য অনেক বেশি উপকার হয়। ঠিক পণ্য ব্যবহার করলে ত্বক হবে আরও বেশি সতেজ, পরিষ্কার ও উজ্জ্বল। ত্বক খুবই স্পেশাল একটা জিনিস, এটার সঠিক যত্ন দরকার।