a
Sorry, no posts matched your criteria.
Image Alt
 • দাঁড়ি  • কীভাবে পাবেন সবচেয়ে পুরুষোচিত দাঁড়ি?

কীভাবে পাবেন সবচেয়ে পুরুষোচিত দাঁড়ি?

দাড়ি খুব সহজেই গজায় কিন্তু সেটা ঠিকঠাক রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা করার জন্য আপনাকে কিছু ব্যাপার মেনে চলতে হবে। এই অধ্যায়ে এমন কিছু গ্রুমিং হ্যাক নিয়ে আলোচনা করা হবে যেগুলো মেনে চললে খুব সহজেই আপনার সুন্দর একটি দাড়ি গজাতে পারে।

দাড়ির জন্য প্রস্ততি নিন

আপনার দাড়ি কীভাবে গজাবে, সেটা অনেকটা আপনার ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। আপনি যেভাবে নিজেকে প্রস্তুত করবেন দাড়িও সেভাবে গজাবে। আপনি যদি কোনো নির্দিষ্টভাবে এটা গজাতে চান, তাহলে প্রতিবার শাওয়ার নেওয়ার পর সেভাবে আপনার দাড়ি আচড়াতে হবে। তবে আচড়ানোর আগে খেয়াল রাখুন আপনার দাড়ি পুরোপুরি শুকিয়েছে কি না।

ধৈর্য রাখুন

আপনি যদি বেশ সফেস্টিকেটেড দাড়ি গজাতে চান, তাহলে আপনাকে একটু জ্বালাপোড়া সহ্য করতে হতে পারে। বিখ্যাত রেসলার ড্যানিয়েল রায়ান বলেছেন, ‘আপনি যদি আমার মতো দড়ি গজাতে চান তাহলে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে। আগে আপনাকে সেটা গজাতে দিতে হবে।’ আপনার মুখে দাড়ি কী হারে বাড়ে সেটা বোঝাও গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাকে ঠিকঠাক বুঝতে হবে দাড়ি কখন কাটতে পারবেন।

ঠিক টুল ব্যবহার করুন

আলফা মেলের জন্য ঠিক টুল ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। রেজরের বদলে আপনি একটা ট্রিমার ব্যবহার করতে পারেন। আরেকটু লম্বা হয়ে গেলে একটা ব্রিস্টল ব্রাশও ব্যবহার করতে পারেন। এই টাইপের ব্রাশগুলো দিয়ে আপনি আপনার সিংকের জমাট বাঁধা চুলও পরিষ্কার করতে পারবেন।

শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন

আপনার দাড়ির ভালো যত্নের জন্য প্রতিদিন শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার পর আপনার কয়েক মিনিটের জন্য কন্ডিশনার রেখে দিন, এরপর সেটা ধুয়ে ফেলুন। কিন্ত জেনেরিক শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। সেগুলো দাড়ি থেকে ন্যাচারাল অয়েলকে শুষে নিতে পারে।

বিয়ার্ড অয়েল ব্যবহার করুন

সুন্দর, পুরুষোচিত দাড়ির জন্য আপনার উচিত বিয়ার্ড অয়েল ব্যবহার করা। আপনার দাড়ি ধোয়া আর শুকানো হয়ে গেলে স্বাস্থ্যোজ্জল লুকের জন্য বিয়ার্ড অয়েল মেখে নিন। সেজন্য কোকোনাট আর জজবা অয়েলও ব্যবহার করা যেতে পারে।

ফেস মাসাজ

আপনার মুখে ঠিকমতো মাসাজ করলে রক্ত সঞ্চালন ঠিক থাকবে। সেজন্য আপনার আরও বেশি স্বাস্থ্যোজ্জ্বল আর ভালো দাড়ি হবে। এটা আপনার দাড়ি আরও দ্রুত গজাতে সাহায্য করবে। আপনার দাড়ির জন্য মাসাজিং তাই ভালো একটা উপায়।

ভালো ডায়েট

ভালো খাবারের প্রভাব শুধু আপনার স্বাস্থ্যের ওপর নয়, আপনার দাড়ির ওপরও অনেক। ভিটামিন, প্রোটিন আর ওমেগা থ্রি ফ্যটি এসিড আপনার দাড়ি গজানোর জন্য ভালো। আরও বেশি আকর্ষণীয় দাড়ির জন্য বিয়ার্ড গ্রোথ সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন।

ভালো দাড়ি গজানোর জন্য সময় ও চেষ্টা দরকার। তবে সবচেয়ে বেশি দরকার ধৈর্য।

POST A COMMENT

bonus new member

bonus new member