a
Sorry, no posts matched your criteria.
Image Alt
 • গ্রুমিং  • অনুষ্ঠান  • পয়লা বৈশাখের জন্য আপনার সাজ যেমন হতে পারে

পয়লা বৈশাখের জন্য আপনার সাজ যেমন হতে পারে

দেশে এখন পহেলা বৈশাখের আমেজ। নতুন বছর উদযাপন করার জন্য পুরো বাংলাদেশ সবটুকু রঙ আর উৎসবের আমেজ নিয়ে অপেক্ষায়। শুধু মেয়েরা নয়, ছেলেরাও সেজন্য নিজেদের প্রস্তুত করছে। এখানে পয়লা বৈশাখ উদযাপনের জন্য কিছু টিপস দেওয়া হলো।

পাঞ্জাবি

বাঙালি পুরুষেরা পহেলা বৈশাখে কমবেশি সবাই ভালো একটা সাজ নিয়ে থাকে। বিশেষ করে কটন, সিল্ক, আন্ডি, কাতান সবসময় এই উৎসবে বিশেষ একটা আমেজ যোগ করে। বিশেষ করে এর কলার, চেস্ট আর কখনো ক্রাফট এমব্রয়ডারিতে নতুন মাত্রা যোগ হয় বৈশাখে। তবে কোন রঙটা আপনি বেছে নেবেন? আপনি লাল আর সাদার কম্বিনেশন বেছে নিতে পারেন সবসময়, তবে একটু আনকমন কিন্তু আকর্ষণীয় কোনো রঙও আপনি বেছে নিতে পারেন।

চুল ও দাড়ি
লাইট, শর্ট স্টাবলের আবেদন সবসময় থাকে। আপনি যদি দাড়ি দিয়ে একটা স্টেটমেন্ট দিতে চান তাহলে এই লুকটা নিতে পারেন। এই লুকের বেস্ট পার্ট হচ্ছে এটা মুখের অনেকটুকুই কাভার করে। শুধু কয়েক দিন পর পর একটু ট্রিম করে নিতে হয়, এই যা। আর শর্ট থেকে মিডিয়াম চুল যাদের, তারা ক্লাসিক হেয়ারস্টাইল যেমন সাইড পার্ট, স্লিক ব্যাক বা পম্পাডর বেছে নিতে পারেন।

স্যান্ডেল এবং শ্যু

ভালো একটা পাঞ্জাবির সঙ্গে সুন্দর একজোড়া স্যান্ডেল না হলে তো বৈশাখই হয় না। আপনি যদি স্টাইল এবং কমফোর্ট একসঙ্গে পেতে চান, তাহলে মোজারিস বা কোলাপুরি স্যান্ডেল বেছে নিতে পারেন। আর শ্যু হলে পেনি লোফার হতে পারে আপনার পছন্দ।

অনেক রকম চয়েসই আছে, তবে আপনাকে জানতে হবে আপনার জন্য কোনটা ভালো। আপনার স্টাইল নিয়ে আত্মবিশ্বাসী হোন, এবং এমন কিছু পরুন যেটা আপনাকে আরও আত্মবিশ্বাসী করবে।

POST A COMMENT