a
Sorry, no posts matched your criteria.
Image Alt
 • গ্রুমিং  • ২০১৯ সালে যেভাব বদলে গেছে স্যুটের ফ্যাশন

২০১৯ সালে যেভাব বদলে গেছে স্যুটের ফ্যাশন

ফরমাল, সেমি ফরমাল থেকে অফিস ক্যাজুয়াল হওয়ার সাথে সাথে গত কয়েক দশকে স্যুটের ব্যবহারও বেশ কমেছে। ট্র্যাডিশনাল স্যুটের ব্যবহার কমে গেছে, তার বদলে এসেছে ফ্যাশনেবল টেইলরড স্যুটস। একই সঙ্গে স্পোর্টসওয়্যার স্যুটস, ভাইব্র্যান্ট কালার, পারফরম্যান্স ফ্যাব্রিক্স এগুলোরও চল এসেছে। এখনকার স্যুট অনেক কম স্যুটেড এবং ব্যুটেড এবং অনেক বেশি স্যুটেড এবং স্নিকার্ড।

ডাবল ব্রেস্টেড স্যুট

আপনি যদি ফ্যাশনেবল একটা স্টেটমেন্ট দিতে চান, কিন্তু প্যাটার্নড স্যুটের দিকে ঝুঁকতে না চান তাহলে আপনার জন্য ডাবল ব্রেস্টেড স্যুট হতে পারে পছন্দ। ডাবল ব্রেস্টেড জ্যাকেট অফিসের সাথে ককটেল পার্টি বা বিয়ের অনুষ্ঠানে পরার জন্যও ভার্সেটাইল। স্বনামধন্য টেইলর ও ডিজাইনার টিমোথি এভারেস্ট বলেছেন, ‘আজকের ডাবল ব্রেস্টেড স্যুটের শুরু সত্তর ও আশির দশক থেকে এবং যেভাবে পরা হতো তার চেয়ে অনেক বেশি লাইটার ও ফ্রিয়ার।’

ব্রাউন স্যুটস

গত কয়েক মৌসুমে চকোলেট, ক্যারামেল ও ট্যান কালারের স্যুট নেভি, গ্রে ও ও কালো স্যুটকে চ্যালেঞ্জ করছে। ব্রাউন খুব ভালো একটা শেড, এটা সিরিয়াস কিন্তু ওয়ার্ম। সব রঙের সাথেও মানিয়ে যায়। এভারেস্ট বলেছেন, ‘এটা খুব বেশি ফরমাল কালার নয়, একারণে এটা অনেক জায়গাতেই মানিয়ে যায়।’ এই ধরনের স্যুট গতানুগতিক স্যুট টাইয়ের মতো না পরে আপনি টি শার্ট বা নিটওয়্যারের সাথেও পরতে পারেন। রায়ান গসলিং যেমন ব্রাউন স্যুটের সাথে গ্রাফিক ভি নেক নিট আর গোল্ড পেনড্যান্ট পরে থাকেন।

প্রিন্সট্রিপ স্যুটস

ঐতিহ্যগতভাবে প্রিন্সট্রিপ স্যুটস ট্র্যাডিশনাল বিজনেস পারসন যেমন লয়্যার বা ব্যাংকার রা পরে থাকে।বিখ্যাত হলিউড ম্যুভি যেমন ওয়াল স্ট্রিট, আমেরিকান সাইকো বা উলফ অফ ওয়াল স্ট্রিটে এরকম স্যুট দেখা গেছে। নতুন প্রিন্সট্রিপ স্যুটে বেশ স্লাউচি একটা ফিল আছে এবং সব ধরনের উপলক্ষেই মানিয়ে যায়।

ওভারসাইজড স্যুটস

ওভারসাইজড ট্রেন্ড হিপ হপ ফ্যাশন ও অ্যাথপ্লেইজারের ট্রেন্ডের সঙ্গে মূলধারায় এসেছে। আপনি যখন ফিট কিছুর কথা ভাববেন, কালারের ব্যাপারেও ইজি হোন। নিউট্রাল শেড যেমন গ্রে, হোয়াইট বা নেভি ওভারসাইজড স্যুটের জন্য সেরা। ফ্যাশনেবল স্লান্টের জন্য জেনেরাস রিল্যাক্স ফিটের কিচু ভাবতে পারেন, আবার একই সঙ্গে কার্ডিফানের মতো সহজে পরা যায় এমন কিছুও সাথে রাখতে পারেন।

স্মার্ট এবং ট্রেন্ডি লুকের জন্য এই স্যুটগুলোর যে কোনো একটি বেছে নিতে পারেন আপনি।

POST A COMMENT