a
Sorry, no posts matched your criteria.
Image Alt
 • গ্রুমিং  • ঘড়ি কেনার সময় আপনি কোন দিকগুলো নিয়ে বেশি ভাবেন?

ঘড়ি কেনার সময় আপনি কোন দিকগুলো নিয়ে বেশি ভাবেন?

ঘড়ি কেনার সময় আপনার মাথায় কী খেলা করে? আপনি কি প্রতিদিনের ব্যবহারের জন্য ঘড়ি কিনছেন? এমন একটি ডিভাইস যেটা আপনাকে সময় বলে দেবে শুধু? নাকি আপনি বিশেষ কোনো উপলক্ষ যেমন বিয়ের জন্য ঘড়ি কিনবেন? নাই কোনো একটা পার্টির জন্য? অথবা আপনি শুধু নিজের ফ্যাশন-সচেতনতার জন্যই ঘড়ি কিনবেন? কারণ যেটাই হোক, কেনার সময় আপনাকে বেশ ভেবে কিনতে হবে।

উবলো ক্লাসিক ফিউশান এডিশন লন্ডন হচ্ছে তাদের জন্য যারা লন্ডন শহরের আধুনিকতাটা ভালোবাসে। ইউনিয়ন জ্যাক মোটিফের সঙ্গে সানরে-ফিনিশড রেসিং গ্রে ডায়ালের সঙ্গে ‘উবলো লাভস লন্ডন’ লেখা আছে এই ঘড়িতে। সঙ্গে সিটি অব লন্ডনের টারটান থিমে ব্ল্যাক রাবার স্ট্র্যাপ দেবে ০০৭ এর একটা অনুভূতি। এটা লিমিটেড এডিশন, তাই দেরি করলে মিস করতে পারেন।

আপনি যদি স্পোর্টি আর টাফ মনে করেন নিজেকে তাহলে ক্যাসিওর জি-শক সিরিজ হতে পারে আপনার পছন্দ। জি-শকের স্টাইলিশ স্পোর্ট ওয়াচ আছে অনেক রকম। যেটা গরমের দিনের জন্য ভালো। যাদের একসময় ক্যাসিও ঘড়ি ছিল তাদের জন্য এটা নস্টালজিয়াও। B1000XBD মডেল আরেকটু স্পেশাল। এটার কার্বন ফাইবার বডিতে ব্লুটুথের মাধ্যমে আছে স্মার্ট ফোন কানেক্টিভিটি। আর সোলার পাওয়ারড বলে আপনার চিন্তাও একটু কম।

আপনি যদি ফরমাল অনুষ্ঠানের জন্য রেগুলার কিছুর কথা ভাবেন তাহলে ফসিল মেন দ্য মিনিমালিস্ট-FS5304 হতে পারে আপনার পছন্দ। এটার ব্লু ডায়াল আর ব্রাউন লেদার ব্যান্ড কম্বিনেশন একেবারেই অসাধারণ। আর মিনিমালিস্ট ডিজাইন আপনার নজর কাড়বেই। এই ডায়ালে গোল্ড-টোন হ্যান্ডস আছে, যেটা সময় বলে দেয়। এটা বলে রাখা উচিত, এই ঘড়ি ৫০ মিটার পর্যন্ত ওয়াটার রেসিসটেন্ট। ভুলে এটা নিয়ে শাওয়ার চলে গেলেও বেশি সমস্যা নেই তাই।

ক্রনোগ্রাফ এমন একটা ঘড়ি যেটা আসলে ট্রেন্ডে থাকেই। লিওনার্দো ডি ক্যাপ্রিওর নীল চোখের মতো ওমেগা ডাইভার- এর নীল ডায়ালও নজর কাড়ে। আর অন্য সব ক্রনোগ্রাফের মধ্যে ওমেগা ডাইভার ৩০০ ওয়াচ ৩০০ মিটার পর্যন্ত পানিরোধী। সেজন্য আপনি এটা নিয়ে পুলে বা সমুদ্রেও ডাইভ দিতে পারেন। বৃষ্টি বা রোদের জন্য এটা হতে পারে আপনার সঙ্গী।

আপনি যদি সিরিয়াস একজন মানুষ হোন, তাহলে যে কোনো কিছুর আগে আপনার কাছে কাজ। কর্মব্যস্ত মানুষদের জন্য ঘড়ি হিসেবে অ্যাপল ওয়াচ সিরিজ ৫ একটি ভালো অপশন। ডিজাইন ভালো, স্পেস গ্রে অ্যালুমিনিয়াম কেস আর অনেক রকম বেল্ট আর বাকলস থেকে এই ঘড়ি বাছাই করে নিতে পারেন আপনি। আপনি যদিও এটার কাজের জন্য কেনেন, তবে এটার লুকটাই আগে চোখে পড়বে। যেমনটা বড়ে বড় শিল্পকর্মের ক্ষেত্রে।

POST A COMMENT