a
Sorry, no posts matched your criteria.
Image Alt
 • দাঁড়ি  • জব ইন্টারভিউর জন্যও গ্রুমিং বেশ গুরুত্বপূর্ণ

জব ইন্টারভিউর জন্যও গ্রুমিং বেশ গুরুত্বপূর্ণ

প্রথম দেখার যে অনুভূতি, সেটা অনেক দিন থাকে। ইন্টারভিউতে এটা খুব জরুরি। দাড়ি রেখে ইন্টারভিউ দিলে সেটার অবশ্যই প্রফেশনাল কর্পোরেট লুক থাকা উচিত। আমাদের ধারণা অনুযায়ী, এই স্টাইলগুলোর যে কোনো একটি আপনি ইন্টারভিউ দেওয়ার আগে ফলো করে দেখতে পারেন।

কর্পোরেট বিয়ার্ড

কর্পোরেট বিয়ার্ডের যেমন ক্লিন এবং টাইডি একটা লুক আছে, একই সঙ্গে কর্পোরেট ও ফরমাল একটা ভাইবও আছে। সেজন্য দাড়ির যেসব আলগা অংশ আছে, বিশেষ করে অ্যাডাম অ্যাপলের নিচ থেকে পুরোটা শেভ করতে হবে। এটা যে কোনো ফেস শেপের সাথেই যায়।

ডিজাইনার স্টাবল

স্টাবল ইন্টারভিউর জন্য স্মার্ট একটা স্টাইল। এখানে দাড়ি ছোট কিন্তু সুন্দর করে ছাঁটা থাকে। এখানে আপনাকে বেশ ম্যানলিও লাগবে। আর এমপ্লয়াররাও ফুল স্ট্যাবলে খুব একটা আপত্তি করবেন না। বিভিন্ন রকমভাবে কেটে স্টেবলের নানান রকম লুক দিতে পারেন আপনি।

দ্য বালবো
বালবোতে সাইডবার্ন আর ছাটা গোফ থাকে না। এটার জন্য আপনার অনেক বেশি সময় দিতে হবে। সেজন্য বালবো থাকা মানে আপনি খুব ফ্যাশনেবল একজন মানুষ। এটা বেশ বোল্ড এবং ফ্ল্যামবয়ান্ট একটা স্টাইল। আপনার ক্যারিশমা আর আত্মবিশ্বাসও অনেক বাড়িয়ে দেয় এই স্টাইল। অনেক সময় এমপ্লয়াররা তাদের কোম্পানির জন্য প্রেজেন্টেবল মানুষ খোঁজে। সেজন্য এই স্টাইল পছন্দ করতে পারে তারা।

মুসটাশ

আপনি যদি গোঁফ রাখতে চান, তাহলে দুই পাশের অংশ ছেঁটে ফেলুন। যদি সেগুলো ঠোঁটের ওপরের অংশ কাভার না করে, তাহলে জব ইন্টারভিউর জন্য পারফেক্ট বলা যায়। গোঁফ ছোট রাখুন, ফ্যান্সি স্টাইল বাদ দিন। গোঁফকে আরও সুন্দর ও পরিপাটি করতে ওয়াক্স বা বিয়ার্ড বাম ব্যবহার করতে পারেন।

ভ্যান ডাইক

ভ্যান ডাইক এমন একটা ছাট যেখানে চিবুকের নিচে দাঁড়ি থাকে না কোনো, এবং গোঁফের সাথে গোটিও থাকে। এটা ওয়ার্কিং পিপলের জন্য আদর্শ। এটার মানে আপনি সিরিয়াস ও রেস্পন্সিবল ধরনের একজন মানুষ। এই ধরনটাও স্টাইলিশ এবং শর্ট চিন আড়াল করার জন্য উপযোগী। ক্লিন এজেস আর শার্প ট্রিম মিলে এটা নিলে আপনাকে খুব এলিট দেখাবে এবং পরের ইন্টারভিউর জন্য পার্ফেক্ট দেখাবে।

ইন্টারভিউতে আপনাকে দাড়িতে সুন্দর দেখালে সেটা অবশ্যই ইতিবাচক একটা প্রভাব ফেলবে। আর যদি দাড়িতে না মানায় সেটার ফল ভালো নাও হতে পারে।

POST A COMMENT